সাবেক জাতীয় সংসদ সদস্য ও ডায়াবেটিস হাসপাতালের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ আলহাজ্ব আব্দুল লতিফ বলেছেন, বিলুপ্ত হয়ে যাওয়া এক সময়কার জনপ্রীয় ফুটবল খেলাকে জাগ্রত করতে পারে আজকের যুব সমাজ। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করতে পারলে মন, শরীর ও মেধার বিকাশ ঘটবে।
গতকাল শনিবার ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঘুঘুডাঙ্গা যুব কল্যাণ সংঘের আয়োজনে জমিদার আলহাজ্ব ডাঃ রইছ উদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলায় বিজয়ী দল বিরল উপজেলার বিশ্বনাথপুর মেসি একাদ্বশ চ্যাম্পিয়ান ও কামদেবপুর একাদ্বশ রানার্স আপ ট্রফি প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ একেএম রেজাউল করিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বাবলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ঘুঘুডাঙ্গা যুব উন্নয়ন সংঘর সাধারন সম্পাদক রুহুল আমিন। টুর্নামেন্টের ধারাভাস্য হিসেবে ধারা বর্ণনা করেন মোকলেস আলী।
ফাইনাল খেলায় বিশ্বনাথপুর একাদ্বশ ৪ গোল দিয়ে চ্যাম্পিয়ান ও কামদেবপুর একাদ্বশ ১ গোল দিয়ে রানার্স আপ হয়। ফাইনাল খেলায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, এই ঐতিহ্যবাহী ঘুঘুডাঙ্গা হাই স্কুলটিকে ১৫ বছর পূর্বে কলেজ হিসেবে প্রতিষ্ঠা করে কলেজের কার্যক্রম চালিয়ে আসছে শিক্ষক-কর্মচারীরা। দুঃখের বিষয় আজ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এমপিভুক্ত হতে পারেনি। তাই তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এব্যাপারে তিনি প্রধান অতিথির হস্তক্ষেপ কামনা করেন। প্রধান অতিথি এ্যাডঃ আব্দুল লতিফ অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাদের এমপি ভুক্ত করার আশ্বাস প্রদান করেন।