১৪ বছর ধরে আটকে রেখে এক কিশোরীকে যৌন নিপীড়ন করার কারনে এক ডাচ ধর্মগুরুকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জার্মানিতে।
ওই ধর্মগুরুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। ৫৯ বছর বয়সী ওই ধর্মগুরুর নাম রবার্ট বি।
তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন রবার্ট বি।
২০২০ সালে শহরে অভিযান চালিয়ে ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ।
এক উপাসনালয়ে আটক অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সেই অভিযানেই কথিত ধর্মগুরুকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রবার্ট বি কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’-এর তিনি তার সব অনুসারীর কাছে নিজেকে ‘নবি’ বলে দাবি করতেন।
এদিকে, যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রবার্ট বি। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪