রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ চলছে। শনিবার দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা হাসান জামিল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুহিত খানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আছেন।
সমাবেশে বক্তারা রবিবারের হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না। এদিকে পল্টন মোড় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায়ও গতকাল পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতদের তিনজনই হাটহাজারী মাদরাসার ছাত্র। এসব সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ শতাধিক ব্যক্তি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪