আফগানিস্তানের সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে । চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, শনিবার (০৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে।
বিবৃতি বলা হয়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় রাতে এ বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তবে বিমান হামলায় নিহতের ঘটনায় এখন পর্যন্ত তালেবানের কাছ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪