শনিবার (১৩ ফেব্রুয়ারি) ইরান সীমান্তের আফগান স্থলবন্দরে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ তেল-গ্যাসের ট্যাংকারে আগুন এবং ১৭ জন আহত হয়েছেন।
হেরাত প্রদেশের গভর্নর সাইয়েদ ওয়াহিদ কাতালি বলেন, ‘বিস্ফোরণের ফলে ইসলাম কাল্লা স্থলবন্দরে পার্ক করে রাখা অসংখ্য জ্বালানি ভর্তি ট্যাংকারে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এত বেশি যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং আগুন নিয়ন্ত্রণের জন্য ইরানের সাহায্য চাওয়া হয়েছে’।
অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ওয়াহিদ কেতালি বলেন, ‘এ ঘটনায় বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য তেল ও তরল গ্যাসভর্তি ট্যাংকারে হামলার আশঙ্কাও উড়িয়ে দেয়নি। এসব জ্বালানি ইরান থেকে আমদানি করা হচ্ছিল’।
হেরাতের হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, ‘আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জনকে হেরাতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার জের ধরে হেরাতের মধ্য দিয়ে ইরানের বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে গেছে’।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪