বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় ইটের বড়িতে আফিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় ফিশারি রোডে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন নগরীর কাশিপুর ফিশারি রোড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও সাবেক সেনাসদস্য গিয়াস উদ্দিনের স্ত্রী।
নিহত আফিয়া খাতুনের স্বামী গিয়াস উদ্দিন বলেন, নতুন বাড়ি নির্মাণ করার জন্য আজ টিউবওয়েল বসানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ বাবদ স্থানীয় সন্ত্রাসী মো. মনু চাঁদা দাবি করে আসছিল। সেই চাঁদা না পেয়ে মনু আমাকে মারধর করে এবং একটি ইট দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে । সাধে সাধে আমার স্ত্রী অচেতন হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাবে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, প্রাথমিক ভাবে আমাদের ধারণা তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারনে আফিয়া খাতু মারা গেছেন। তার মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখিনি, তাছাড়া তার উচ্চ রক্তচাপ ছিল।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪