
ঝুলন্ত লাশ উদ্ধার গৃহবধূর বদরগঞ্জে - Trustnews24.com
রংপুরের বদরগঞ্জে মোসরেফা খাতুন (১৮) নামে এক গৃহবধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট মাদ্রাসাপাড়া গ্রামের একটি বটগাছ থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। মোসরেফা ওই গ্রামের দিনমজুর মোকছেদুল হকের মেয়ে।

এলাকার ইউপি সদস্য হারুন খান বলেন, মেয়েটির আগে দুইটি বিয়ে হয়েছিল। স্বামীর সংসার না হওয়ায় ছয়মাস আগে আরেক ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েটি স্বামীর বাড়িতে একবার গিয়েছিল। আর যায়নি।
মেয়েটির মা আতোয়ারা বেগম বলেন, ‘মোসরেফা রাতে আমার বাড়িতে ছিল। সকালে আমি একটি ইটভাটায় কাজ করতে যাই। পরে শুনি তার লাশ গাছে ঝুলে আছে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘মোসরেফার বাড়ি থেকে তিন’শ গজ দূরে একটি গাছ থেকে গলায় ওড়না প্যাচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪