কোনো নতুন বাইক বা গাড়ি কিনতে গেলে যে বিষয়টি আমাদের মাথায় সবচেয়ে বেশি ঘোরে তা হলো সেই বাহনটি এক লিটার জ্বালানিতে কত মাইল যাবে?
কিন্তু আমরা কি কখনো ভাবে ভেবে দেখেছি প্রতি লিটারে কতো কিলোমিটার উড়ে বিমান? আমরাই জানার প্রয়জন মনে করি না। এমনকি বিমানে যাতায়াত করলেও ভাড়া নিয়েই মাথা ঘামাই না আমরা।
আমরা জানি, বেশির ভাগ বা গাড়ি বা বাইক এক লিটারে ৩০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু গাড়ি যত বড় হবে তার জ্বালানি খরচও তত বেশি হবে। ফলে মাইলেজও কমবে। যেমন, বোয়িং ৭৪৭ বিমানে প্রতি সেকেন্ডে ৪ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ এক মিনিট উড়লে ২৪০ লিটার জ্বালানি খরচ হয় এই বিমানের।
বোয়িং-এর ওয়েবসাইট অনুযায়ী, ৭৪৭ বিমানে প্রতি কিলোমিটারে ১২ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ ১ লিটার জ্বালানিতে ০.৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই বিমান। সেই হিসেবে ১২ ঘণ্টার সফরে ১ লক্ষ ৭২ হাজার ৮০০ লিটার জ্বালানি খরচ হয়। বোয়িং বিমানে অন্ততপক্ষে ৫০০ যাত্রী ধরে। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বেগে উড়তে পারে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪