জাপান এমন একটি টিভি আবিস্কার করেছে, যেই টিভির পর্দায় জিহ্বা লাগালেই পাওয়া যাবে খাবারের স্বাদ। অর্থাৎ টেলিভিশনের পর্দায় কোনো খাবারের ছবি দেখালে, দর্শকরা সেই টিভির পর্দায় জিহ্বা লাগালে ওই খাবারের স্বাদ পেতে পারবেন।
বিস্ময়কর এই টেলিভিশনটি তৈরি করেছেন জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতা। তিনি তার নতুন আবিষ্কৃত এই টিভির নাম দিয়েছেন ‘টেস্ট দ্য টিভি’
মূলত এই ‘টেস্ট দ্য টিভি’ ১০টি স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোসেল ব্যবহার করা হয়েছে। ক্যারোসেল থেকে বিভিন্ন কম্বিনেশনে ওই ১০টি স্বাদ স্প্রে করে কোনো নির্দিষ্ট খাবারের স্বাদ তৈরি হয়।
সেই স্বাদের নমুনা একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনের ওপর হাইজেনিক ফিল্মে রোল করা হয়। আর তাই দর্শকরা টিভি পর্দাতে চাটলে ওই খাবারের স্বাদ পাবে।
অধ্যাপক হোমি মিয়াশিতার দাবি, যন্ত্রটি তৈরির ক্ষেত্রে তার লক্ষ্য ছিল ঘরে বসেও যেন মানুষ বিশ্বের অন্য প্রান্তের কোনো রেস্তোরাঁয় খাওয়ার মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেটা করা সম্ভব।
এই ‘টেস্ট দ্য টিভি’ তৈরি করতে প্রায় ১ লাখ জাপানি ইয়েন (৮৭৫ মার্কিন ডলার) খরচ হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪