বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন বাধাগ্রস্থ হলেও, থেমে নেই মাদক ব্যবসায়ীদের কার্যক্রম। সোমবার (১৯ অক্টোবর) রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে ৯৯ পিছ ইয়াবা সহ এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার দম্পত্তি হলো, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জলকামড়া গ্রামের নুর হোসেনের ছেলে আবু সাইদ (২২) এবং তার স্ত্রী ওয়াহিদা খানম সুমি (২০)। পুলিশ জানায়, ইয়াবা বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিয়ার নেতৃত্বে এএসআই ভোলানাথ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বুলাকীপুর ইউপির বেগুনবাড়ি এলাকার আলিমের ধানের চাতালে অভিযান পরিচালনা করে। এ সময় ৯৯ পিছ ইয়াবা সহ সাইদ-সুমী দম্পত্তিতে গ্রেপ্তার করা হয় এবং অপর একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যান। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে রাতেই মামলা রজু করা হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত ঘোড়াঘাট গড়তে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।