ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির জয়ন্তী সীমান্তে বিজিবির টহল অবস্থায় ভারতীয় নাগরিক আটক। গত রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় রুদ্রানী ক্যাম্পের বিজিবি গোপন সূত্রের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তে টহলে গেলে জানতে পারে কাজিহাল ইউপির জয়ন্তী গ্রামে ভারতীয় নাগরিক মোঃ নাজমুল শেখ (৩০) গাঁজা নিয়ে গ্রামে আসছে। তাৎক্ষনিক টহলরত বিজিবি তাকে হাতেনাতে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ নাজমুল শেখ (৩০), পিতা- মনির উদ্দিন শেখ, গ্রাম- জাকিরপুর (খিয়ারপাড়া), থানা- কুমারগঞ্জ, জেলা- দক্ষিণ দিনাজপুর।
এ ব্যাপারে রুদ্রানী বিওপির লিয়াকত আলী বাদী হয়ে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১ (১) ক ধারায় গতকাল রবিবার থানায় মামলা করেন এবং ভারতীয় নাগরিক নাজমুল শেখকে থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ্ আবেদ (এসজিপি) জানান, সে বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি খবর পেয়ে তাকে আটক গাঁজা সহ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।