‘দূর্যোগ ঝুকি হ্রাসের সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি, মহড়া ও আলাচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ১১টায় এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, ফায়ার স্টেশন অফিসার রুকুনুজামান, উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী দুলাল কুমার কুন্ডু ও উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মোঃ রাসেল মন্টু প্রমুখ। দুপুর ১২ টায় উপজেল পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস তার মহড়া প্রদর্শন করে।