বছরের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন টালিউডের সুরকার ও কণ্ঠশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার (১ জানুয়ারি) টুইট করে নিজেই জানিয়েছেন এই খবর।
টুইটে জিৎ লিখেন, ‘কোভিড আক্রান্ত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে আমার। শরীর আপাতত ঠিকই আছে। নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের কথা মেনে চলছি। স্বাস্থ্যবিধি মেনে পদক্ষেপ করছি।’
একই সঙ্গে এই কয়েক দিনে যাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তাদের সবাইকেই কোভিড পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন জিৎ।
ইতিমধ্যে ঋতাভরী চক্রবর্তীর দিদি, অভিনেত্রী চিত্রাঙ্গদা এবং মা শতরূপা সান্যাল একই রোগে আক্রান্ত হয়েছেন। বাড়িতেই বড়দিনের পার্টি দিয়েছিলেন শতরূপা। সেখান থেকেই রোগ ছড়ায়। কোভিড পজিটিভ ঋতাভরীর সহকারী মধুজাও।
এ ছাড়া বছরের প্রথম দিনেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। শনিবার নিজেই টুইট করে সবাইকে এ তথ্য জানান।
এদিকে বলিউডেও কোভিডে আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। কারিনা কাপুর, অর্জুন কাপুর থেকে শুরু করে নোরা ফতেহি। অভিনেত্রী ম্রুনাল ঠাকুরও এই রোগে আক্রান্ত। শনিবার নিজেই জানিয়েছেন সে কথা। এবার টলিউডকেও একই আতঙ্ক গ্রাস করল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪