তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টায় ইলেট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ৯ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী মাঠে ২ প্লাটুন বিজিবি, ৬ টি মোবাইল টিম ও ৩ টি র্যাবের টিম মোতায়েন রয়েছে।
কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪