
আগামী মাসেই বিয়ে করতে যাচ্ছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রুস্তুতি। এছাড়া নিয়ম মেনেই হাতে মেহেদি দেবেন বলিউডের এ অভিনেত্রী।
তবে সাধারন কোনো মেহেদি হাতে দেবেন না ক্যাটরিনা। তার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ রকমের মেহদি এবং এই মেহেদি তৈরিতে খরচ পড়ছে প্রায় লাখ টাকার মতো! দামি এই মেহেদি দিয়েই ক্যাটরিনা হাতে লিখবেন হবু স্বামীর নাম!
রাজস্থানের পালি জেলার সোজাত এলাকার যারা এ মেহেদি তৈরি করছেন তাদের বরাতে খবরে বলা হয়, এ মেহেদি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ রুপির মতো। তবে ব্যবসায়ী এ জন্য কোনো টাকা নিচ্ছেন না।
সোজাতে কারিগররা এ মেহেদি হাতে তৈরি করবেন এবং এতে কোনো রাসায়নিক দেওয়া হবে না। মেহেদি তৈরি করার পর ভিকি-ক্যাটরিনাকে নমুনা পাঠানো হবে।
শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আইনি বিয়ে সারবেন ‘ভিক্যাট’।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪