
কেননা টেক মার্কেটে সম্প্রতি হাজির হয়েছে ZTE Axon 30 Ultra স্মার্টফোন। চিনে এই ফোনের Aerospace Edition মডেল লঞ্চ হয়েছে। তবে এবার এমন নাম কেন, তার উত্তরে বলা যেতে পারে যে, এই স্পেশ্যাল এডিশন মডেলকে চিনের এরোস্পেস রিসার্চারদের সন্মান জানাতেই হাজির করা হয়েছে। এই হ্যান্ডসেট আসছে মোট 18 GB RAM স্পেসিফিকেশনের সাথে। এছাড়া রয়েছে আরও অনেক স্মার্ট ফিচারস।
ZTE Axon 30 Ultra Aerospace Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন –
১. এই মডেলের স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 144 Hz এবং আসছে HDR 10+ সাপোর্টের সাথে।
২. এই হ্যান্ডসেটে রয়েছে কোয়াড ব্যাক ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে তিনটি 64MP ক্যামেরা সেন্সর। এছাড়া আছে একটি 8MP পেরিস্কোপিক টেলিফটো লেন্সের সাথে।
৩. এই ফোনের স্পেসিফিকেশনের মধ্যে সবচাইতে বেশি যা চোখে পড়ার মতো তা হল ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি। এই স্মার্টফোন আসছে 18GB প্রাইমারি RAM স্পেসিফিকেশনের সাথে।
৪. এছাড়া রয়েছে 2GB ভার্চুয়াল RAM ফিচার। এই মডেলের ইন্টারনাল স্টোরেজ স্পেসিফিকেশন রয়েছে 1TB পর্যন্ত। এই ফোন কাজ করবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 888 চিপসেটে।
৫. ZTE Axon 30 Ultra Aerospace Edition আসছে 16MP সেলফি ক্যামেরার সাথে। এই হ্যান্ডসেটে রয়েছে 4,600 mAh ব্যাটারি ক্যাপাসিটি। এছাড়া আসছে 65W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।
ZTE Axon 30 Ultra Aerospace Edition স্মার্টফোনের দাম এবং কালার অপশন –
এই স্মার্টফোনের প্রিমিয়াম ভ্যারিয়েন্ট, মানে যাতে রয়েছে 18GB RAM এবং 1TB ইন্টারনাল, চিনের মার্কেটে এই মডেলের দাম রয়েছে 6998 উয়ান (Yuan)। যা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে মোটামুটি 82,000 টাকা মতন।
ZTE Axon 30 Ultra Aerospace Edition হ্যান্ডসেটের একটি বেস ভ্যারিয়েন্ট রয়েছে। যার নাম হল ভ্যানিলা ZTE Axon 30 Ultra । এই ডিভাইসে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম চিনে রয়েছে 4698 উয়ান (Yuan)। যা ভারতীয় মুদ্রায় মোটামুটি 54,000 টাকা মতন।প্রসঙ্গত , এই স্মার্টফোনের প্রিমিয়াম এবং বেস ভ্যারিয়েন্ট মডেল দুটিতে রয়েছে 5G কানেক্টিভিটির সাপোর্ট। ZTE Axon 30 Ultra স্মার্টফোন চিনে পাওয়া যাচ্ছে Black , Mint, White, Leather কালার অপশনে। মনে করা হচ্ছেসেটগুলি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪