চলমান মহামারি করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় আবারো ২৫ দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানিজ সরকার। লেবাননের স্বাস্থ্য ও অভ্যন্তরীণ মন্ত্রীরা সংক্রমণ বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য কয়েক ঘণ্টা ধরে বৈঠকের পর নতুন করে লকডাউন ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে শুরু হবে এবারের লকডাউন। চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) একটি ডিক্রি জারি করে বিস্তারিত নির্দেশনা দেয়া হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহামারির চ্যালেঞ্জ লেবাননের জনগণের জীবনকে হুমকিতে পরিণত করেছে, কারণ হাসপাতালে আর শয্যা প্রদান করা সম্ভব নয়।