দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক গোবিন্দ কুমার সরকার করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন রংপুর করোনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে হাকিমপুর মহিলা কলেজের গভনিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ, হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ শিক্ষক/শিক্ষিকা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।