
এশিয়া কাপে যোগ দিওত লাহোর যাচ্ছেন লিটন
জ্বরের ঘোর কাটিয়ে এশিয়া কাপের দলে যোগ দিতে প্রস্তুত লিটন কুমার দাস। আজ রাতেই তিনি দলের সাথে যোগ দিতে লাহোর যাচ্ছেন।
রাত সাড়ে নয়টায় ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লিটনের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। ফলে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলোতে লিটনকে দলে পেতে পারে সাকিব বাহিনী।
যদিও গত ৩০ আগস্ট বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, লিটন পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। সেকারণেই তার বদলি হিসেবে দলে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। তবে বিবিসি এখন গণমাধ্যমকে জানিয়েছে, লিটন পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যাননি। তাদের দাবি, আগের জানানোতে হয়তো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
তবে এখন লিটনকে দলে অন্তর্ভুক্ত করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমতি লাগবে। ১৭ জনের বর্তমান বহর থেকে কাকে বাদ দেওয়া হবে সেটাও অনেকটা চিন্তার বিষয়।
সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান। পার ফোরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ৯ ও ১৫ সেপ্টেম্বর।