বিশ্বকাপের আগে ফর্মহীনতায় ভুগছেন লিটন কুমার দাস। সর্বশেষ এশিয়া কাপে ওপেনিং থেকে নামিয়ে তাকে তিনে খেলানো হয়েছে। তবুও রান খরা কাটাতে পারছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটনের পড়তি ফর্ম চিন্তায় ফেলেছে সমর্থকদের।
সে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে সমালোচিত হচ্ছেন লিটন। তবে ক্রিকেটাররা ব্যস্ততার জন্য এসব দেখার সময় পান না বলে জানালেন লিটন।সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে বিশ্রামে যাওয়ায় অধিনায়কত্ব করবেন লিটন। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখিই না।
এখন এতো পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারো কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।এ বছর ওয়ানডে ক্রিকেটে ১৫ ইনিংস ব্যাট করে ৩৩২ রান লিটনের। ২৫.৫৩ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ৮৯.৯৭। সর্বশেষ ৯ ইনিংসে ২২.৩৭ গড়ে ফিফটি মাত্র একটি। বিশ্বকাপের আগে লিটন পুরনো ছন্দে ফিরতে পারবেন? এ প্রশ্নের জবাবে বলেন, ‘আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, কীভাবে সমস্যা নিরসন করা যায়।
আশা করছি, তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। আত্মবিশ্বাসের বিষয় না। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।’আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪