
বেলুনের নিয়ন্ত্রণ হারিয়ে দুই দিন ভাসলেন আকাশে!
হাইড্রোজেন বেলুন দিয়ে পাইন বাদাম সংগ্রহ করতে গিয়ে বেলুনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক ব্যক্তি। তারপর ২ দিন ধরে বাতাসে ভাসার পর উদ্ধার করা হয় তাকে।
ঘটনাটি ঘটেছে রবিবার চীনের হেইলংজিয়াং প্রদেশে।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মিঃ হু ইয়ংজু নামে এক ব্যক্তি চীনের হেইলংজিয়াং প্রদেশে রবিবার পাইন ফল সংগ্রহ করছিলেন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। সে সময় বেলুনের নিয়ন্ত্রণ হারিয়ে ।
বেলুনে থাকা সহকর্মী ইয়ংজুর সময়মতো বেলুনের ঝুড়ি থেকে লাফ দিয়ে বেরিঢেয় এলেও বেলুনে আটকে পড়েন ইয়ংজু। ফলে তাকে বাতাসে স্নায়ু বিধ্বস্ত ৩০০ কিলোমিটার যাত্রা করতে হয়।

ইয়ংজু জানিয়েছেন, বেলুনের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে তিনি তার শ্যালককে ফোন দিয়ে ঘটনাটি জানান। ফোনে ইয়ংজু বলেছেন, তিনি উচ্চতা ভয় পান এবং এত উচু থেকে সবকিছু পিঁপড়ার মত দেখাচ্ছে।
চীনের একাধিক গণমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায় পাইন বনের ওপর আকাশে একটি ফ্যাকাশে বেলুন উড়ে বেড়াচ্ছে।
সিসিটিভির তথ্য মতে, পুলিশ পরের দিন ইয়ংজুর সঙ্গে যোগাযোগ করে এবং কিভাবে বেলুনের গ্যাস আস্তে আস্তে কমিয়ে নিচে নামানো যায় সে ব্যাপারে নির্দেশনা দেয়। তারপর তিনি একটি বনের মধ্যে অবতরণ করেন। কিন্তু তারপরও উদ্ধারকারীরা তার খোঁজে অনুসন্ধান অব্যহত রাখে। কারণ, ইয়ংজুর ফোন থেকে পাওয়া অবস্থানের তথ্য ভুল ছিল।
অবশেষে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়। পিঠে হালকা আঘাত পেলেও তার অবস্থা এখন ভাল আছে বলে জানিয়েছে সিসিটিভি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪