‘শ্রীময়ী’ ধারাবাহিক নাটকের অভিনেত্রী মধুরিমা বসাক, এবার রিয়েল লাইফেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই বিয়ে করবেন তিনি।
এদিকে সৃজিত মুখার্জির ‘এক্স=প্রেম’ ছবির নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে মধুরিমার। তবে অভিনেত্রীর বিয়ের খবরেই চোখ ভক্তদের।
সূত্রে জানা যায়, পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে হবে মধুরিমার। দুই পরিবারের মধ্যে বিয়ের পাকা কথাও নাকি হয়ে গেছে।
মধুরিমা বললেন, আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। তবে এই সময় আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এসব নিয়ে ভাবছি না।
তবে বিয়ে করলেও সংস্দের দেখাশোনার পাশাপাশি অভিনয়টাও নিয়মিত চালিয়ে যাবেন বলে জানান এ অভিনেত্রী।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪