
জামিন পাননি বলিউড শাহরুখ খানের ছেলে আরিয়ান।
আদালতে শুনানিতে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে শাহরুখপুত্র বিনীত অনুরোধ করে জানান, তিনি ভালো ঘরের ছেলে। তিনি কোথাও পালিয়ে যাবেন না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করবেন না। মামলায় তদন্ত কর্মকর্তাদের সহায়তা করবেন।
তারপরেও তার জামিন নাকচ করে দেন মুম্বাই মেট্রোপলিটন আদালত।
ফলে অসন্তুষ্ট বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন। তিনি ক্ষোভে টুইটে লিখলেন, ‘লজ্জাজনক রাজনীতি খেলা হচ্ছে।’
কিন্তু ‘লজ্জাজনক রাজনীতি’ বলতে কী বোঝাতে চেয়েছেন রাভিনা? সেটা স্পষ্ট করে বলেননি।
এদিকে বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের দিনই কারও নাম না উল্লেখ করে টুইটে অভিনেত্রী রাভিনা টেন্ডন লেখেন, ‘লজ্জাজনক রাজনীতি চলছে.. একটা যুবকের জীবন ও ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে… হৃদয়বিদারক’।
রাভিনার মতো শাহরুখের এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন সালমান খান, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪