চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. রাব্বী নামে এক মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় গাছবাড়িয়া বরকল আনোয়ারা সড়কের কাঞ্চনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক ওয়াহিদুল ইসলাম মুন্নাকে (২২) আটক করে পুলিশ। নিহত শিক্ষার্থী রাব্বী কাঞ্চনপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার হোসেন বলেন, কাঞ্চনপাড়া এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মাদরাসা ছাত্র মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪