‘মানিকে মাগে হিতে’ যার বাংলা অর্থ হলো ‘প্রিয় তুমি আমার হৃদয়ে’। এই গান দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শ্রীংলকার গায়িকা ইয়োহানি।
তার গানটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বিভিন্ন দেশের শিল্পীরা গানটিকে নিজের মতো করে গেয়েছেন ।
তবে এবার গানটি ইংরেজিতে গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল সব এক রেখে নিজের মতো করে এই গান সাজিয়েছেন তিনি । ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটিও ভাইরাল হয়ে যায় ।
এ পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষ সেই গানের ভিডিও দেখেছেন ।
‘মানিকে মাগে হিতে’ একটি সিনেমার গান। গত বছরে সিনেমাটি মুক্তি পায়। চলতি বছরে ইয়োহানি ‘মানিকে মাগে হিতে’ গানটি নতুন করে গেয়েছেন। তারপরেই আলোচনায় আসে গানটি একই সাথে আলোচনায় আসেন শিল্পীও।
যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই গান ও ইয়োহানির জনপ্রিয়তা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪