একাধিক বার সতর্ক করার পরও সরকারি নিষেধ-বিধি তোয়াক্কা না করে অবৈধ ভাবে ভূমির আকার পরিবর্তন করে বালু উত্তোলন করায় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম বিভিন্নভাবে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর এলাকায় সরকারের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ বালু উত্তোলনকারী তোতা মিয়া, তোতা মিয়ার ছেলে গোলাম রব্বানী এবং লিটনের অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ভেঙে এবং আগুনে পুড়ে ধ্বংস করেন। এরপর কেউ নির্দেশনা অমান্য করে বালু উত্তোলন করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পূনরায় সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।