প্রেম করায় নিজের মেয়েকে খুন করে মেয়ের মরদেহ পুঁতে দিলেন বাড়ির উঠানে। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের সীতামারি জেলায়।
জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়ে। কিন্তু মেয়ের সেই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি মা । বারবার মেয়েকে নিষেধ করেও কাজ হয়নি । শেষ পর্যন্ত ‘অবাধ্য’ মেয়েকে খুন করে ফেললেন মা । আর সেই কাজে মাকে সাহায্য করেছিলো অন্য সন্তানেরা।
স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ওই নারীকে প্রশ্ন করেন। অসংলগ্ন জবাব দেওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের জেরায় ভেঙে পড়ে দোষ স্বীকার করেন অভিযুক্ত মা। জানান, তিনিই খুন করেছেন মেয়েকে। কারণ, বারবার বলা সত্ত্বেও প্রেমের সম্পর্ক ছেড়ে বের হয়নি মেয়ে। এরপরই ওই নারীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
পুলিশ বাড়ির পিছনের উঠান খুঁড়ে রাগিনীর মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পেলে কীভাবে খুন করা হয়েছে তা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ। নারীকে গ্রেফতার করা গেলেও তার দুই ছেলে পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চলছে ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪