
কলকাতার সিনেমায় মোশাররফ করিম
কলকাতার সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। এ নিয়ে দ্বিতীয়বার তাঁকে দেখা যাবে নির্মাতা ব্রাত্য বসুর ছবিতে। সেই ছবির নাম ‘হুব্বা’। সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
সিনেমাটির গল্পে দেখানো হবে পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন।
সিনেমাটিতে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু প্রমুখ।
মোশাররফ করিম বলেন, ‘মনে হয়েছে এটি ভালো কাজ হবে। ‘হুব্বা’র কাহিনি সত্য ঘটনা থেকে নেওয়া। যেখানে দেখানো হবে একজন গ্যাংস্টারের জীবনের নানা অধ্যায়। যার ভূমিকায় কাজ করতে যাচ্ছি আমি। কাহিনির পাশাপাশি ছবির পরিচালকের নির্মাণ পরিকল্পনা শুনে মনে হয়েছে, এ সময়ের অন্যান্য বাংলা ছবি থেকে ‘হুব্বা’ একটু ভিন্ন ধরনের হবে। ‘
তিনি আরও বলেন, ‘আশা করছি, পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারলে ভালো কিছু হবে এবং ছবিটি দর্শক মনেও ছাপ ফেলবে। ‘
জানা গিয়েছে, আগামী ১১ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে কলকাতায় ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪