
সরিষা ও ধানের কুঁড়ার তেলের উৎপাদন বাড়াবে : বাণিজ্যমন্ত্রী
দেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছে, তেলের ঘাটতি পূরণে সরকার রাইস ব্র্যান থেকে তেল উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে । তিনি বলেন, এ প্রক্রিয়ায় ৭ লাখ টন তেল উৎপাদন সম্ভব। সেটি হলে দেশের চাহিদার ২৪-২৫ ভাগ পূরণ হয়ে হবে রাইস ব্র্যান থেকে।
আজ বুধবার দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের রাইস ব্র্যান অয়েল উৎপাদন মাত্র ৫০ হাজার টন। সরকার হিসাব করে দেখেছে এটি ৭ লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। এটা করতে পারলে মোট দেশে ভোজ্যতেলের চাহিদার ২৪-২৫ শতাংশ রাইস ব্রান থেকেই মিটে যাবে।
ভোজ্যতেলে আমদানিনির্ভর সয়াবিননির্ভরতা থেকে বের হয়ে সরিষা ও ধানের কুঁড়ার তেলের উৎপাদন বাড়ানোর এ পরিকল্পনা সরকারের।
সরিষার চাষ ও উৎপাদন বাড়ানো সম্ভব বলেও মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর বাইরে তিনি ক্যানোলার তেলকে জনপ্রিয় করতে চান। এই তিনের মিশেলে টালমাটাল বিশ্ববাজার পরিস্থিতিতেও দেশে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দূর করা সম্ভব বলে ধারণা তার।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪