দিনাজপুরের সামাজিক বন বিভাগ এর অধীনে চরকাই ফরেষ্ট রেঞ্জ এর অধীনে দেবীপুর এলাকায় একটি বাজারে বন বিভাগের জমি অবৈধ ভাবে দখল করে স্থাপনা তৈরী করেন এলাকার কিছু লোকজন। এরপর একাধিকবার জমি ছেড়ে দিতে বলা হলে দখলকারীরা কোন ভাবেই তা কর্ণপাত করেননি।
চরকাই ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান গত ৬ই নভেম্বর বিকেলে তার নেতৃত্বে বন বিভাগের উচ্ছেদকারী একটি দল বাজারে গিয়ে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করতে গেলে হামলা করে দখলকারীরা।
এক পর্যায়ে ওই উচ্ছেদ দলে থাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বিটের কর্মকর্তা নুরুল হুদাও অভিযানে অংশ নেন। এক সময় তাদের হামলায় মাথায় গুরুতর জখম হয়ে আহত হয় বিট কর্মকর্তা। এসময় চরকাই ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তাও আহত হন। এ বিষয়ে বিরামপুর সদর বিট কর্মকর্তা আব্দুল বারেক বাদী হয়ে ৫জনকে আসামী করে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকা মনজেলকে রাতেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। রেঞ্জ কর্মকর্তা জানান ভাদুরিয়া বিট কর্মকর্তা নুরুল হুদার শরীরের বিভিন্ন স্থান সহ মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন।