কাব্য বিলাস ইউটিউব চ্যানেল শারদীয় দুর্গাপূজায় ‘দুর্গা মায়ের জয়’ শীর্ষক পূজোর বিশেষ গান প্রকাশ করেছে । বহুগুণে গুণান্বিত পলাশ লৌহ সুরে গানটির কম্পোজ করেছেন এআর ডালিম।
এবারের দুর্গাপূজার আকর্ষণ এই গানে কণ্ঠ দিয়েছেন পলাশ লৌহ ও শুভত্রী।
‘দুর্গা মায়ের জয়’ এই গানের মধ্যদিয়ে অশুভ শক্তি প্রতিহত করে আত্মশুদ্ধির সঙ্গে নতুন দিনের বার্তা দেওয়া হয়েছে বলে জানান গীতিকার রাহুল রাজ।
তিনি আরও বলেন, গানটির সুর ও কম্পোজ প্রতিটি শ্রোতার মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস। ‘দুর্গা মায়ের জয়’ গানটি একক ও দ্বৈত দুইভাবেই কাব্য বিলাস ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪