অদ্য ০৯ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২০ খ্রিঃ উপলক্ষে কনস্টেবল/নায়েক হতে এএসআই(নিরস্ত্র) এবং এএসআই(নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষার “প্যারেড পরীক্ষা ” পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ, দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয়।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), দিনাজপুর এবং জনাব অশোক কুমার পাল, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী।