নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাটোর সদর থানা কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪