ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে, এ ঘটনায় ১৭ জন যাত্রীর প্রাণহানি হয় । প্রায় ৩৭ ঘণ্টা পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই দুর্ঘটনার মামলায় অভিযুক্ত বাসের চালক মোহসিন, সুপারভাইজার মিজান ও হেল্পার আকাশকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় এ মামলা করেন। এই মামলার নম্বর হলো ১৪ ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বাস দুর্ঘটনার ঘটনায় তাদের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি, তাই পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এই ঘটনায় তথাপিত কোনো সদস্যকে এখনও গ্রেফতার করা হয়নি, কিন্তু পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪