স্যান্ডেলের ভেতর ব্লুটুথ ডিভাইস রেখে অথবা মাস্কের ভেতরে ছোট ফোন নিয়ে পরীক্ষায় নকল করার কথা প্রায়ই শোনা যায় । তবে এবার ধরা পড়লো নকলের আরও একটি নতুন উপায়। পুলিশে চাকরির পরীক্ষায় এক লোক মাথায় পরচুলা লাগিয়ে তার নিচে লুকিয়ে ফোন নিয়ে গেছেন। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়েছেন। আর এই ঘনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশে।
কিছু দিন আগে রাজ্যটিতে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় অভিনব উপায়ে নকল করতে গিয়ে ধরা পড়েন এক পরীক্ষার্থী।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে পরীক্ষার্থীদের ভালো করে তল্লাশি করা হচ্ছিল। তখন একজনের উপর কিছুটা সন্দেহ হয় পরীক্ষকদের। তার পুরো শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে যুবকের কান পরীক্ষা করতেই চমকে ওঠেন সবাই। ওই লোকের কানের ভেতরে ছোট্ট এয়ারফোন ছিল, যেটি সহজে কারও নজরে আসবে না। আরও ভালো করে তল্লাশি করার জন্য মেটাল ডিটেক্টর আনা হয় । এরপর মাথার ওপর মেটাল ডিটেক্টর ধরতেই সেটি আওয়াজ করতে শুরু করে।
তারপরেও সবকিছু পরিষ্কার হচ্ছিল না। শেষে ভালো করে পরীক্ষা করতেই দেখা যায়, ওই যুবক পরচুলা পরে রয়েছেন। আর সেই পরচুলার নিচে লুকানো মোবাইল ফোনের অংশ। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪