ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল করতে না পেরে পুলিশ বেষ্টনীতে বিভিন্ন দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর ফকির বাড়ি রোড থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোডে আটকে দেয় পুলিশ। এ সময় মিছিল করতে না পারলেও তারা দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেন। এর পরপরই জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুর নেতৃত্বে আরেকটি দল সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শুরুতেই বাধা দেয় পুলিশ।