পূর্ণ চন্দ্র দেখতে গিয়ে পা পিছলে পড়ে গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটিশ পপশিল্পী ও প্রযোজক সোফি জিওন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। টুইটারে শিল্পীর প্রতিনিধির দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সোফি জিওন ভক্তমহলে সোফি নামেই বেশি পরিচিত ছিলেন। পূর্ণ চন্দ্র দেখতে গিয়ে পা পিছলে পড়ে যান সোফি। স্থানীয় সময় ভোর ৪টায় গ্রিসের অ্যাথেন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
২০১৮ সালে ‘Oil of Every Pearl’s Un-Insides’ শিরোনামে সোফির প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এর আগে ২০১৫ সালে তিনি ম্যাডোনার সঙ্গেও কাজ করেছিলেন। ‘Bitch, I’m Madonna’ এককটি ম্যাডোনার সঙ্গে প্রযোজনা করেছিলেন তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪