
সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন সুপারস্টার প্রভাস। ‘আদিপুরুষ’ সিনেমার জন্য এই তারকা ১৫০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন।
জানা গেছে, ওম রৌত পরিচালিত ‘আদিপুরুষ’ ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার জন্য এমন উচ্চ পারিশ্রমিক চেয়েছেন এই সুপারস্টার। আর এটাই এখন পর্যন্ত ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে ধরা হচ্ছে।
হত কয়েক বছরে আন্যান্য বলিউড তারকারা যেমন, সালমান খান, অক্ষয় কুমার, দক্ষিণী তারকা থালাপতি বিজয়, মেগাস্টার রজনীকান্ত ৯০ থেকে ১০০ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন।
‘আদিপুরুষ’ সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। সিনেমাটিতে রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সাইফ আলি খানকে দেখা যাবে রাবণ চরিত্রে এছাড়া সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪