
বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই দিনাজপুরে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রায় সৈয়দপুর সাংগঠনিক জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
গতকাল মঙ্গলবার (৪ জুলিই) দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রোদ, ঝড়-বৃষ্টি এসব উপেক্ষা করে দিনাজপুর থেকে আগামী ১৯ জুলাইয়ের পদযাত্রা সফল করতে হবে। এই কর্মসূচি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কারণ এই পদযাত্রাই আপনার আগামী দিনের অবস্থান নির্ণয় করবে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তাঁতী দল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব আব্দুর রহিম, জাসাস কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
সভা শেষে বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪