বাংলাদেশের নীলফামারি জেলার চিলাহাটি ও ভারতের হলিদাবাড়ি রুটে ট্রেন চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল বৈঠকে তারা যৌথভাবে এটি উদ্বোধন করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ডাকটিকিট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভারতের রাজধানী নয়াদিল্লীতে বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীরও উদ্বোধন করা হয়েছে।
বৈঠকে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। জবাবে মোদি বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করছি। শেখ হাসিনা ও মোদির এ বৈঠকের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে কৃষি, জ্বালানি, সামাজিক উন্নয়ন ও হাতি সংরক্ষণ এবং দ্বিপাক্ষিক সহায়তা সম্পর্কিত এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪