ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবজি বোঝাই ট্রাক খাদে পরে চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার বাওইখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বাসাইল থানার এসআই শরিফুল ইসলাম জানান, আজ ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক বাসাইল উপজেলার বাওইখোলা নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। আহত হয় আরো দুজন। পরে গোড়াই হাইওয়ে পলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪