সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ”জ্যাকসন হাইটস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি” এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এতে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে নিহত রায়হানের চাচা-চাচি অংশ নেন। তারা জানান, রায়হানের অ্যামেরিকায় আসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো। কিন্তু করোনার কারণে আটকে যায়। এসময় এসআই আকবরসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বক্তারা।