ঘন কুয়াশা আর সূর্যের লুকোচুরি খেলায় উত্তরের জেলাগুলোতে চোখ রাঙাচ্ছে শীতের তীব্রতা। সঙ্গে আছে কনকনে বাতাস, যা জনজীবনে ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। প্রচণ্ড শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ ছাড়া শীতের প্রকোপে অসহায় হয়ে দিনপাত করছে ছিন্নমূল মানুষ।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। অব্যাহত এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীত।
এদিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। অনেকেই ছুটছেন ফুটপাতে গরম কাপড়ের খোঁজে। যানবাহনগুলোকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলার মমিনপাড়া এলাকার মানিক জানান, তেঁতুলিয়ায় এবার প্রচণ্ড শীত পড়েছে। মোটা কাপড়েও শীত মানছে না। ভোরে রাস্তায় বের হয়েছি দেখি বৃষ্টির ফোটার কুয়াশা ঝরছে। এতে কাপড়েও ভিজে যাচ্ছে।
দিনমুজুর আব্দুল খালেক জানান, শীতের কারণে সকালে বের হওয়া যায় না, আবার সন্ধ্যা হলেই ঘরে ঢুকতে হয়। এ ছাড়া সকালে ও সন্ধ্যার পরে শহরে লোকজনও কম থাকে। সবমিলিয়ে রোজগার কম হচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় নিউজকে জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে। আজ সোমবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪