পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ .৩ ডিগ্রি রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এই এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
একই দিন সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ১০ .৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ কমে আসায় হাড়কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
জেলার বিভিন্ন এলাকায় ঘুরে সরেজমিনে দেখা যায়, আজ ভোরে হালকা কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও রাত থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত বরফগলা শীত অনুভূত হয়েছে। গ্রামীণ জনপদে নিম্ন-আয়ের জনপদ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদেরকে সকাল সাড়ে সাতটার দিকে কর্মস্থলে উদ্দেশে বের হতে দেখা গেছে।
আমাদর ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪