গত কয়েকদিনের টানা মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র ঠান্ডায় পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র ঠান্ডায় নিম্ন আয়ের লোকজন কাহিল হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় গরম কাপড়ের অভাবে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কুয়াশা থাকায় শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। ঠান্ডায় দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন চরম দুর্ভোগে পড়েছে। এদিকে সন্ধ্যা হতেই মানুষজন বাইরের প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরে যাচ্ছেন।
রৌশনাবাগ মহল্লার আয়েশা বেগম বলেন, গরম কাপড়ের অভাবে শীতে খুব কষ্ট পাচ্ছি। অন্যদিকে দিনমজুর আব্দুস সাত্তার জানান, ঠান্ডার মধ্যে কাজ করতে খুব কষ্ট হয়। কিন্তু পেটের তাগিদে কাজ করতে হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় নিউজকে জানান, সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪