তুষারে ছেয়ে গেছে লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত আছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরফের স্তূপ জমে যাওয়ায় রেল চলাচল বন্ধের পাশাপাশি অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
বরফে বরফে ঢাকা পথঘাট আর বাড়ির ছাদ। সফেদ তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল। শনিবার (৩০ জানুয়ারি) ৬০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয় হোক্কাইডো দ্বীপ ও এর আশপাশের এলাকাগুলোতে। এতে গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে বরফ জমে থাকায় বন্ধ থাকে যান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৭৮টি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রাখা হয়। ঝোড়ো হাওয়া, তুষার ঝড় আর তুষারধসের আশঙ্কা জানিয়ে, স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে দেশটির আবহাওয়া দফতর।
বরফের ভারী আস্তরণে মাইলের পর মাইল অঞ্চল ছেয়ে গেছে লন্ডনের সড়ক। কিছুকিছু এলাকায় সারা দিনই যান চলাচল বন্ধ থাকে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে জবুথবু অবস্থা ব্রিটেনবাসীর। কিছু কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য দেখা দেয় বিদ্যুৎবিভ্রাট।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওরেগন অঞ্চরাজ্যসহ কয়েকটি এলাকায় শনিবারও তুষারপাত অব্যাহত থাকে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। কিছু কিছু এলাকায় তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দফতর।