দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৪ বোতল ফেনসিডিল সহ ২জন কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার কিশোররা হলো, পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রাকিব হাসান (১৪) এবং অপর জন একই এলাকার মোঃ হাসমতের ছেলে রাসেল (১৬)।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের পাঁচপীর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেনসিডিল সহ ২ কিশোরকে আটক করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদেরকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোমিনুর রহমান বলেন, র্যাব গতকাল রাতে ফেনসিডিল সহ ২জন কিশোরকে থানায় হস্তান্তর করেছে। আজ বুধবার সকালে আমরা তাদেরকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।