ময়মনসিংহ সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার খাগডহর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের খাগডহর এলাকায় অভিযান শুরু করে র্যাব-১৪। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়ে। এসময় র্যাবও গুলি ছোড়ে। পরে অভিযানের এক পর্যায়ে চার জঙ্গিকে আটক করে র্যাব।
শনিবার ভোর ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান এই খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪