সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে আয়োজিত গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে জড়ো হয়েছেন বিএনপির নেতা কর্মীরা। তাঁরা স্লোগান দিচ্ছেন।
বিকেল তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।
আজ শুক্রবার বিকেল তিনটার দিকে দয়াগঞ্জ ও এর আশপাশের সড়কে বিএনপির নেতা কর্মীদের অবস্থান দেখা যায়। দয়াগঞ্জে তিন রাস্তার মোড় থেকে মিছিল শুরু করবেন দলটির নেতা কর্মীরা। খিলগাঁও চৌরাস্তায় গিয়ে এই মিছিল শেষ হবে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টা থেকেই দলটির নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দয়াগঞ্জ এলাকায় আসা শুরু করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে দয়াগঞ্জে তিন রাস্তার মোড়ে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরীও এই কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দয়াগঞ্জে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।