
বর্তমান ‘কাঁচা বাদাম’ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চারদিকে এ নিয়ে চলছে মিম, চমকপ্রদ অনেক রকম ভিডিও। আর এবার ‘কাঁচা বাদাম’ গানে মেতে উঠলেন রানু মণ্ডল। একসময় স্টেশনে ভিক্ষা করা রানু মণ্ডল এখন রীতিমত সেলিব্রেটি। সেই রানুর কণ্ঠে বাদাম গান এখন নতুন করে মাতিয়ে তুলছে।
তবে এটাই যে প্রথম তা নয়, রানু মণ্ডল কোনো ভাইরাল গানে গা ভাসিয়ে সেই গান নিজেই গাইলেন। এর আগে শ্রীলঙ্কার গায়িকার বিখ্যাত ‘মানিকে মাগে হিতে’ও গাইতে দেখা গেছে তাকে । আর এবার কাঁচা বাদাম গান নিয়ে ফের দর্শকের সামনে হাজির হলেন রানু মণ্ডল।
অন্যদিকে শুক্রবার বীরভূমের দুবরাজপুর থানায় গিয়ে গানের মূল শিল্পী অভিযোগ করেছেন । ভুবন বাদ্যকরের অভিযোগ, ইউটিউবে তার গানের সত্ত্ব অন্যদের নামে ‘সংরক্ষিত’। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে।
সপ্তাহখানেক ধরেই গানটি ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হওয়ায় অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করলেও গানের স্রষ্টা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবে তার নামও অনেকে উল্লেখ করছেন না।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪